নিউজ ডেস্ক: হাতে আর মাত্র এক দিন। তার পরেই পুজোর বাজার মাত করতে হাজির হবে চারটি বাংলা ছবি। টলিপাড়ায় শেষ মুহূর্তে নির্মাতারা জল মেপে নিতে ব্যস্ত। কেমন চলছে অগ্রিম বুকিং বা কোথায় হলের সংখ্যা বাড়ানো যায়, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই খুশির খবর, পুজোয় কলকাতার অন্যান্য সিনেমা হলের পাশাপাশি খোলা থাকছে নন্দন। ফলে বাংলা ছবি যে সিনেমা হলে জায়গা পাচ্ছে না, সেই অভিযোগ কিছুটা হলেও কমবে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ।
৭ অক্টোবর থেকে মেরামতির জন্য নন্দনে ছবি প্রদর্শন বন্ধ রয়েছে। তবে প্রশাসনিক সূত্রের খবর, বুধবারের মধ্যে তা শেষ হয়ে যাওয়ার কথা। সেই মতো পুজোর ছবি দেখানোর পরিকল্পনাও শুরু হয়েছে। ওই সূত্রের দাবি, শুধুমাত্র বিজয়া দশমীর দিন নন্দন বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। ২০১৯ সাল ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রজত জয়ন্তী বছর। সেই বছর দুর্গাপুজোর সময় মেরামতির জন্য নন্দন বন্ধ ছিল। তবে ছবি দেখানো হয়েছিল রবীন্দ্রসদনে। করোনার বছরে সরকারি নির্দেশিকা মেনেই নন্দনে কাজ হয়েছে। এমনকি, গত বছরও দুর্গাপুজোর সময় নন্দনে ছবি দেখানো হয়েছে। ওই সূত্রের দাবি, সময় মতো কাজ শেষ করা গেলে আগামী শুক্রবার থেকেই আবার নন্দনে ছবি দেখানো শুরু হবে। তবে পুজোর চারটি ছবিই সেখানে দেখানো হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এবার পুজোয় একসঙ্গে চার চারটে ছবি মুক্তি পেতে চলেছে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় ‘বাঘা যতীন’, শিবপ্রসাদ-নন্দিতা জুটির পরিচালনায় ‘রক্তবীজ’ এবং অরিন্দম শীলের পরিচালনায় ‘জঙ্গলে মিতিনমাসি’। এই চারটি ছবি দেখার জন্য আপাতভাবেই বাঙালি দর্শকের আগ্রহ তুঙ্গে থাকবে, ফলে এই পরিস্থিতিতে নন্দন প্রেক্ষাগৃহ খোলা থাকলে তা ছবির বাণিজ্যিক দিককেও ভালো ফল দেবে বলেই মনে করছেন বিনোদন জগতের অনেকে।