নিউজ ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় শ্রীভূমির ভিড়ের
ঠেলায় ভিআইপি রোডে আটকে পড়ে এম্বুলেন্স। বেলা গড়াতেই শ্রীভূমিতে সংলগ্ন ভিআইপি রোডেই
শুধু নয় বাঙুর থেকে গোলাঘাটা পর্যন্ত ভিআইপি রোডে যানজট দেখা দিচ্ছে। গত বছর শ্রীভূমির ভীড়ের কারণে ভিআইপি রোডে
অসম্ভব যানজট সৃষ্টি হয়েছিল।
পুজোর বেশ কয়েকটি দিনে শেষ পর্যন্ত শ্রীভূমির আলো নিভিয়ে ভিড় সামলাতে হয়েছিল
পুলিশকে। এ
বছর আগেভাগেই সাবধান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সাবধানবাণী কানের
নেবে কে। দ্বিতীয়াতে
ভিড় সামলাতে ময়দানে নেমেছিলেন পুলিশ কমিশনার। তারপরও শ্রীভূমিতে
রয়ে গেছে একই ছবি।
পশ্চিমবঙ্গে শুধুমাত্র শ্রীভূমি ব্যতিক্রম এমন নয়। কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজোর জেরেও
আইটিআই মোড় সংলগ্ন এলাকায় ব্যাপক ভিড় হচ্ছে। তবে ভিড়ের ছবি বাঙালির কাছে নতুন নয়। ২০১৫ সালের সবচেয়ে বড় দুর্গা করে
দেশপ্রিয় পার্ককে ভালো রকম হেপা পোহাতে হয়েছিল। ভিড় সামলানোর নাম করে বড়
কিছু হওয়ার আশংকায় বোধনেই বন্ধ হয়ে যায় পুজো। এমনকি দুরগার মুখ ঢেকে
দেয় পুলিশ। বছর দুয়েক আগে সন্তোষ মিত্র স্কোয়্যারে টুইন
টাওয়ার থিম করা হয়।
ভিড়ে
পদপিষ্ট হওয়ার জোগাড় হয়েছিল।
তা
থেকে শিক্ষা নিয়ে ২০২২ সালে জনতাকে বাঁচাতে পুলিশ সন্তোষ মিত্র স্কোয়্যারের লাইট
এন্ড সাউন্ড শো বন্ধ করে দেয়।
তবে
সেযাত্রায় রাজনীতির ছোঁয়া লেগেছিল শো বন্ধের সঙ্গে। এছাড়াও অসংখ্য উদাহরণ
রয়েছে দুর্গা পূজোয় উন্মাদনার সঙ্গে প্রশাসনের সংঘাতের। তবে উদ্যোক্তারা এর থেকে শিক্ষা নেবেন
কবে তা সময় বলবে।