নিউজ ডেস্ক: গোটা রাজ্যই এখন পুজো মুডে। সেই মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। কলকাতার রাস্তায় ভিড় লক্ষ্য করা গিয়েছে প্রথমা থেকেই। আর আজ পঞ্চমী উপলক্ষে সেই ভিড় আরও বাড়বে বলেই মনে করছেন পুজো উদ্যোক্তারা।
আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। কিন্তু, এখন মহালয়া থেকেই পুজোর আনন্দে মেতে ওঠে বাঙালি।
এবার মহাপঞ্চমীর তিথি শুরু হয়েছে ১৮ অক্টোবর রাত ১১টা ৩৫ মিনিটে। আর শেষ হবে ১৯ অক্টোবর রাত ১০টা ৩৩ মিনিটে। এবার দেবীর আগমন ঘোটকে। যার ফল ছত্রভঙ্গ। এমনকী, উমা কৈলাসে ফিরবেনও ঘোটকে করে।
মহাপঞ্চমীর নির্ঘণ্ট:-
১৮ অক্টোবর রাত ১১টা ৩৫ মিনিট থেকে ১৯ অক্টোবর রাত ১০টা ৩৩ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে
দেবী দুর্গার আগমন ঘোটকে
দেবী দুর্গার গমন ঘোটকে