নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ‘পাশে দাঁড়াতে’ই ইজরায়েল যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তাই করলেন। সাফ জানিয়ে দিলেন গাজার হাসপাতালে হামলার সঙ্গে ইজরায়েলের কোনও যোগ নেই। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর বাইডেন জানান, সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে এটাই মনে করা হচ্ছে যে গাজার হাসপাতালে হামলা অন্য কোনও দল করেছে। সেইসঙ্গে তাঁর দাবি, অধিকাংশ প্যালেস্তিনীয়র প্রতিনিধিত্ব করে না জঙ্গি সংগঠন হামাস।
এদিকে, হাসপাতালে হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” সেইসঙ্গে তিনি আরও লেখেন, “হামাস-ইজরায়েল যুদ্ধে সাধারণ মানুষের হতাহতের ঘটনা একটি গুরুতর এবং ক্রমাগত উদ্বেগের বিষয়। এই কাজে জড়িতদের ঘটনার দায় নিতে হবে।”
মঙ্গলবারের হামলায় প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। হামলার জন্য সরাসরি ইজরায়েলকে দায়ী করে হামাস বাহিনী। যদিও তথ্য প্রমাণ সহকারে সেই দায় অস্বীকার করে ইজরায়েল। তারা জানায়, এই হামলার জন্য ‘সন্ত্রাসবাদী’ সংগঠন তথা হামাস সহযোগী প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদ (PIG) গোষ্ঠী দায়ী। তবে এই হামলার জেরে সরগরম হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার রাজনীতি।
এই আবহে বৃহস্পতিবার ইজরায়েল যাওয়ার কথা রয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের। তেল আভিভে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে তাঁর। মার্কিন প্রেসিডেন্টের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কী বলেন, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।