নিউজ ডেস্ক: ঠাকুর দেখতে এসে ছিনতাইয়ের চেষ্টা. হাতেনাতে গ্রেফতার তিন। লেকটাউনের নামী পুজো মণ্ডপের এলাকা থেকে তিন ছিনতাইবাজকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। পঞ্চমীর ভোরে ছিনতাইয়ের চেষ্টা বানচাল করল বিধাননগর পুলিশ। তিন অভিযুক্তকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। লেকটাউন থার্ড লেনের ঘটনা। ভোরে ঠাকুর দেখতে বেরিয়ে এমনই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন কলকাতার বাসিন্দা এক দর্শণার্থী। লেকটাউনের একটি নামী পুজো মণ্ডপ পরিদর্শন করে থার্ড লেন দিয়ে হাঁটার সময় তিন যুবক তাকে অনুসরণ করতে থাকে। এরপরই সুযোগ পেয়ে ওই মহিলার থেকে গলার হার করার চেষ্টা করে তিনজন। মহিলার চিৎকারে হাতেনাতে তিনজনকে ধরে ফেলে স্থানীয়রা। এরপরই লেক টাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। মোহাম্মদ সিকান্দার, মোহাম্মদ ইমরান এবং মোহাম্মদ তাসলিম নিউটাউন এলাকার বাসিন্দা। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।