নিউজ ডেস্ক: কেন্দ্র সরকারি কর্মচারীদের পুজোর উপহার। চার শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করল মোদি সরকার। সরকারের
সমস্ত কর্মী ও পেনশন প্রাপকরা চার শতাংশ বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে ফারাক বেড়ে
গেল অনেকটাই। হাওড়ায় এপিজে মেমরিয়াল দুর্গাপূজার উদ্বোধনে এসে
মহার্ঘ্য ভাতা ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি
সুকান্ত মজুমদার।রাজ্য সভাপতি বিজেপি বলেন, “মুখ্যমন্ত্রী ওদের (রাজ্য সরকারের কর্মচারী) বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না। ওদের বলব আর ঘেউ ঘেউ করে কাজ হবে না। প্রয়োজনে কামড়াতে হবে”।
পুজোর আগেই সরকারি কর্মচারীদের বেতন
বৃদ্ধির ফলে ভীষণ খুশি কেন্দ্র সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ” সব রাজ্যেই প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পেলে মহার্ঘ্য ভাতা বাড়ানো হয়। কিন্তু এই রাজ্যে সরকার দেউলিয়া হয়ে গেছে। তাই এরা ৫০০ টাকা দিয়ে রাজ্যবাসীকে খুশি করতে ছায় কিন্তু কর্মচারীদের হকের টাকা দিতে চায় না”।
দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের
জন্য নতুন মহার্ঘ ভাতার হার ঘোষণা করল কেন্দ্র সরকার।
কেন্দ্র সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসারে সরকারি কর্মচারীদের
মহার্ঘ ভাতা (DA) ৪ শতাংশ বৃদ্ধি করল। এর আগে ২৪ শে মার্চ ৪ শতাংশ
ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল যার ফলে এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২
শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছিলেন ১ জানুয়ারী ২০২৩
থেকে। এবার আজ ১৮ অক্টোবর ঘোষণা করা হলো আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা। এর ফলে
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি। বাড়তে বাড়তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র
সরকারের কর্মীদের বিয়ের ফারাক হয়ে গেল ৪০ শতাংশ। বুধবার কেন্দ্র সরকারের
কর্মচারীদের পুজোর উপহার হিসেবে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে মোদী সরকার।