নিউজ ডেস্ক: অতিরিক্ত ভিড়ের কারণে যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য একগুচ্ছ পদক্ষেপ করল কলকাতা মেট্রো। অপ্রীতিকর যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সপ্তমী (শনিবার) থেকে দশমী (মঙ্গলবার) পর্যন্ত একাধিক সতর্কতামূলক ব্যবস্থা রাখা হচ্ছে।
দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার-সুতানুটি, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, কবি নজরুল, কবি সুভাষ, শিয়ালদহ এবং বেঙ্গল কেমিক্যাল— এই স্টেশনগুলিতে ঠাকুর দেখতে আসা মানুষের ভিড় বেশি হবে ধরে নিয়েই আরও অধিক সংখ্যায় রেল সুরক্ষা কর্মী (আরপিএফ) মোতায়েন করা হচ্ছে। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় থাকছে পাঁচ সদস্যের কুইক রেসপন্স টিম এবং বিপর্যয় মোকাবিলা দল।
মহিলা যাত্রী এবং শিশুদের নিরাপত্তায় থাকছে মহিলা আরপিএফ টিম। ভিড়ের কারণে কোনও যাত্রী যাতে প্ল্যাটফর্মের হলুদ রঙের লক্ষ্মণরেখা না পেরোতে পারেন, সে দিকে নজর রাখবে আরপিএফের একটি দল। আলাদা নজরদারি থাকছে নোয়াপাড়া, টালিগঞ্জ, কবি সুভাষ এবং সেন্ট্রাল পার্কের মেট্রো কারশেডে। ভিড়ের সময়ে যাত্রীদের সাবধান করতে আরপিএফ কর্মীদের হাত-মাইক ব্যবহার করতে বলা হয়েছে। সিসি ক্যামেরায় মেট্রো স্টেশনগুলিতে নজরদারি চালানোর পাশাপাশি সন্দেহজনক বস্তু শনাক্তকরণে কাজে লাগানো হবে পুলিশ কুকুরকেও।