নিউজ ডেস্ক: বুধবার চতুর্থী থেকে শুরু হলো কলকাতা পুলিশের বিশেষ পুজো পরিক্রমা। শহর জুড়ে রয়েছেন প্রচুর বৃদ্ধ-বৃদ্ধা এবং বিশেষভাবে সক্ষম মানুষেরা। পুজোয় ভিড়ের ঠেলায় ঠাকুর দেখতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় সাধারণ মানুষের। সে জায়গায় বৃদ্ধ-বৃদ্ধা এবং বিশেষভাবে সক্ষমদের ঠাকুর দেখা কেবলমাত্র দিবাস্বপ্ন। তাই পুজোর এই কয়দিন সকলেই যাতে ঠাকুর দেখতে পারে এবং পুজো উপভোগ করতে পারে তাই কলকাতা পুলিশের উদ্যোগে বিশেষ পুজো পরিক্রমা শুরু হল।
কলকাতা পুলিশের পুলিস কমিশনার বিনীত গোয়েল এই পুজো পরিক্রমার উদ্বোধনে জানান,’আজকে এই প্রণাম প্রোগ্রামের মাধ্যমে আমরা এই প্রোগ্রামের যে মেম্বার আছেন অর্থাৎ শহরের বিভিন্ন বৃদ্ধ বৃদ্ধা এবং বিশেষভাবে সক্ষম মানুষেরা তাদের নিয়ে পুজো মণ্ডপ ঘোরাতে নিয়ে যাওয়া হচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি বড় পূজো তাদের ঘুরিয়ে দেখানো হবে। সারা বছরে তাদের যে একাকীত্ব তা কাটাতে সাহায্য করবে বলেই মনে হয়। তাদেরকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করতে পেরে কলকাতা পুলিশ খুবই খুশি’।
মোট কুড়িটি বাসে করে এই যাত্রা শুরু হয়েছে। বৃদ্ধ-বৃদ্ধা এবং বিশেষভাবে সক্ষমদের নিয়ে এই কুড়িটি বাস কলকাতা জুড়ে ঠাকুর দেখাবে। শহরের বিভিন্ন প্রান্তের পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানোই এই পুজো পরিক্রমার উদ্দেশ্য। ২০টি বাসে প্রায় ৫৮০ জনকে নিয়ে যাওয়া হয়েছে। সাওয়ারিদের ফুল দিয়ে সংবর্ধনা জানান পুলিশ কমিশনার। আইপিএস পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও এই যাত্রার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবেন। পুজোর সময় ও কলকাতায় ট্রাফিক ম্যানেজমেন্ট এবং যানজট নিয়ন্ত্রণে থাকার ফলে এই সুযোগটা কলকাতা পুলিশ পেয়েছে বলেই জানান পুলিশ কমিশনার বিনীত গোয়েল।