নিউজ ডেস্ক: সারাবছরের অপেক্ষার পর অবশেষে দুর্গা পুজোর আনন্দে মেতে উঠেছে আপামর বাঙালি। মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে পুজো। তবে শাস্ত্রমতে মহাষষ্ঠীর দিনেই কৈলাস থেকে মর্তে বাপের বাড়ি আসেন মা দুর্গা। নবরাত্রির ষষ্ঠ দিনে শুরু হয় দুর্গাপুজো। তাই একে দুর্গাষষ্ঠীও বলা হয়।
ষষ্ঠীর দিনে অকালবোধনের মাধ্যমে শুরু হয় পুজো। সকল শাস্ত্রীয় রীতিনীতি মেনে পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য এই আচার। ঘট ও জলপূর্ণ তামার পাত্র মণ্ডপের এককোনে রেখে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। এরপর দেবীর বোধন অর্থাৎ দেবীকে জাগরিত করা হয়। তারপরেই হয় অধিবাস এবং আমন্ত্রণ। বোধনের পর বিল্ব শাখায় দেবীকে আবাহন করা হয়।
এবার মহাপঞ্চমীর তিথি শুরু হবে ২০ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিটে। আর শেষ হবে ২০ অক্টোবর রাত ১১টা ২৪ মিনিটে। এবার দেবীর আগমন ঘোটকে। যার ফল ছত্রভঙ্গ। এমনকী, উমা কৈলাসে ফিরবেনও ঘোটকে করে।
আনুষ্ঠানিকভাবে পুজোর উপাচার শুরু আজ থেকেই। সিদ্ধিদাতা গণেশকে দিয়েই শুরু হয় পুজো। তারপর হয় দেবী দুর্গার পুজো।