নিউজ ডেস্ক: দুর্গাপুজো মানেই রাত করে বাড়ি
ফেরা,
হৈ-হুল্লোড়। পথেঘাটে বাড়তি ভিড়। গণপরিবহনে বাড়তি ভিড়ের চাপ।
সব মিলিয়ে পথে বেরিয়ে বাড়ি ফেরা খুব সমস্যাজনক হয়ে পড়ে একেক সময়। এই অবস্থায়
উৎসবপ্রেমী মানুষের যাতায়াতের সুবিধার্থে হাওড়া (Howrah) ডিভিশনে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বৃহস্পতিবার রেলের
তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২১ তারিখ থেকে অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই বাড়তি ট্রেন চলবে
ব্যান্ডেল, তারকেশ্বর ও বর্ধমান লাইনে।
একঝলকে দেখে নিন কবে থেকে এবং কোথা
থেকে পাবেন বাড়তি ট্রেন –
২১ তারিখ থেকে একজোড়া
হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল ট্রেন বর্ধমান থেকে রাত ৯.৪০এ ছাড়বে, ব্যান্ডেল হয়ে হাওড়া পৌঁছনোর পর ফের হাওড়া থেকে তা পাওয়া
যাবে রাত ১২টা ৪৫ এ।
· একজোড়া হাওড়া-বর্ধমান ট্রেন ডানকুনি হয়ে চলবে। রাত সাড়ে
১০টায় তা বর্ধমান থেকে ছাড়বে। ডানকুনি হয়ে হাওড়া এসে তা আবার বর্ধমানের দিকে
রওনা হবে রাত ১টা ১৫ নাগাদ।
· একজোড়া হাওড়া-ব্যান্ডেল ইএমইউ স্পেশাল ব্যান্ডেল থেকে রাত
সাড়ে ১১টায় ছেড়ে হাওড়া পৌঁছবে। হাওড়া থেকে ফিরতি ট্রেনটি পাওয়া যাবে রাত ১টায়।
· একজোড়া শ্যাওড়াফুলি-তারকেশ্বর ইএমইউ স্পেশাল তারকেশ্বর
থেকে ছাড়বে রাত ১১টায়, হাওড়া থেকে ফেরার
ট্রেন মিলবে রাত ১২টা ২৫০-এ।
· একজোড়া হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) মেমু লোকাল হাওড়া
থেকে রাত ১টা ৫০এ ছাড়বে। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যান্ডেল পর্যন্ত প্রতিটি
স্টেশনে তা থামবে।
এছাড়া হাওড়া-ব্যান্ডেল লোকাল নিজের
সময়মতো যাত্রাপথে চলবে।
দশমীর পর লক্ষ্মীপুজো এবং কালীপুজোর
দিনও বাড়তি ট্রেন পাওয়া যাবে হাওড়া ডিভিশনে। যাত্রীদের ভিড়ের কথা ভেবে তাঁদের
সুবিধার জন্য উৎসবের দিনগুলোয় এই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।