নিউজ ডেস্ক: পুজোর মরশুমে কোথাও বনেদি আনার ছোঁয়া আবার কোথাও থিমের বাহার। কলকাতা তো বটেই সারা পশ্চিমবঙ্গ জুড়েই দুর্গাপুজোয় মেতে উঠেছে আপামর বাঙালি। থিমের আধিক্যে কিছুটা ফিকে হয়েছে মা দুর্গার বনেদি রূপ। বিভিন্ন প্যান্ডেলে শিল্পীর কল্পনায় উঠে আসছে মা দুর্গার নানান আকৃতি। কিন্তু এইবার স্বপ্নাদেশ পেলেন এক শিল্পী দেখলেন মা দুর্গার একশটা হাত। সেখান থেকেই তৈরি হলো শতভূজা মা দুর্গা। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত এক অঞ্চল কাঁঠালবেরিয়া। সেখানেই ১০০ হাতের দুর্গা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
কাঁঠালবেরিয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই বছর ৫৫ বছরে পদার্পণ করল তাদের দুর্গাপুজো। ৫৫ বছরের চমক হিসেবে রইল ১০০ হাতের দুর্গা প্রতিমা। মা দুর্গার দশটি হাতে রয়েছে অস্ত্র এবং বাকি ৯০ টি হাতে রয়েছে পদ্মফুল।
এই পুজো কমিটির দুর্গাপূজায় প্রতিবছর প্রতিমা তৈরি করেন শিল্পী রামপদ পাল। প্রতিবছরের মতো এবারও তার কাছে ঠাকুর তৈরির বরাত নিয়ে গেলে তিনি জানান স্বপ্নাদেশ পেয়েছেন তিনি। মা দুর্গার ১০০টি হাত দেখেছেন স্বপ্নে। তাই এই বছর পূজোয় ১০০ হাতের দুর্গা তৈরি করেছেন তিনি। থিমের আড়ম্বর দেখতে বিভিন্ন জেলা থেকে মানুষ পাড়ি দিচ্ছে কলকাতায়। এবার ১০০ হাতের দুর্গা দেখতে সুন্দরবনের রায়মঙ্গলের পারেও পাড়ি দিচ্ছেন অনেকেই।