নিউজ ডেস্ক: “বৃন্দাবনের ব্রজবাসী দেখবে এবার নগরবাসী” এবছরের মিলন সংঘের থিম বৃন্দাবনধাম। জলপাইগুড়ি জেলার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম ধূপগুড়ির মিলন সংঘ। এবছর মিলন সংঘ বৃন্দাবন ধামের আদলে পুজোর মণ্ডপ তৈরি করেছে। মিলন সংঘের পুজো প্রাঙ্গণে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে ৭০ ফুট উঁচু এবং ৮৫ ফুট চওড়া বিশাল মণ্ডপ তৈরি করেছেন মালদার কারিগররা।
এই মণ্ডপে ফুটে উঠেছে বৃন্দাবনের ছোঁয়া। বাঁশ প্লাইউডের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের শৈশব থেকে রাসলীলার নানান দিক। থিমের সঙ্গে মানানসই প্রতিমা তৈরি করছেন ময়নাগুড়ির বার্নিশের মৃৎশিল্পী দিগ্বিজয় পাল। শ্রীকৃষ্ণ এবং দেবী দুর্গার এক সম্মিলিত রূপ ফুটিয়ে তুলছেন শিল্পী। দেবী দুর্গা এখানে কৃষ্ণেরই এক স্বরূপ। কৃষ্ণদুর্গা এবারই প্রথম দেখা যাবে বলে দাবি পুজো আয়োজকদের।
উল্লেখ্য ২০১৮, ২০২০ এবং ২০২২ সালে বিশ্ব বাংলা শারদসম্মানে জেলার সেরা পুজোর শিরোপা কেড়েছিল ধূপগুড়ির মিলন সংঘ। পুজো কমিটির তরফে জানানো হয় যে, পুজোর দিনগুলোতে মণ্ডপে থাকবে মহিলা ঢাকির দল। এছাড়াও কয়েকদিন নানা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গত ১২ই অক্টোবর পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন। চতুর্থীর রাতে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ঠাকুর দেখার ভিড়ও চোখে পড়ার মতো। জেলার সেরা পুজোর সম্মান এবারেও পাবেন বলে আশাবাদী ক্লাবের কর্তারা।