নিউজ ডেস্ক: তবে কি হামাস-ইজরায়েল সংঘাত আরও চরমে
উঠতে চলেছে? আরও দীর্ঘতর হবে সংঘর্ষ? এমনই আশঙ্কার মেঘ ঘনীভূত হল শুক্রবার। ইজরায়েলের
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টই জানালেন যে যতদিন না কাঙ্ক্ষিত জয় আসছে,
ততদিন তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। গাজার ভূখণ্ডে নতুন জমানা তৈরি করতে চান নেতানিয়াহু,
সেই অর্থে স্থলপথে ফের হামলা প্রস্তুতি নিতে শুরু করেছে ইজরায়েল।
শুক্রবার ইজরায়েলের
প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাব গ্যালান্ত পার্লামেন্টের বিদেশ এবং প্রতিরক্ষা সংক্রান্ত
কমিটির বৈঠকে জানান, গাজায়
‘সন্ত্রাসবাদী সংগঠন’ হামাসের পরিকাঠামো ধ্বংস করতে বহু সময় লাগতে পারে। কিন্তু
হামাসকে হারিয়ে তাঁরা সেখানে ‘নতুন জমানা’ তৈরি করতে চান। এই নতুন জমানা ইজরায়েলের
অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য জরুরি বলে জানিয়েছেন তিনি।
গাজায় ইজরায়েল ‘প্রত্যাঘাত’ করার
পরেই জল্পনা ছড়ায় যে, ২০০৫ সালের পর আবার
এই প্যালেস্তিনীয় ভূখণ্ডের দখল নিতে পারে ইজরায়েল। সেই জল্পনা খারিজ করে দিয়ে
ইজরায়েলের মন্ত্রী জানিয়েছেন, এলাকাকে হামাসমুক্ত
করার পর তাঁরা গাজার দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করতে চান না।