নিউজ ডেস্ক: পরিকল্পনা ছিলই। আর সেই মতো সমস্ত প্রস্তুতিও নেওয়া ছিল আগে থেকে। কিন্তু শনিবার সকালে দু’বার থমকে গিয়েছিল গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ। অবশেষে হল প্রতিক্ষার অবসান! নভশ্চর নিয়ে যাওয়ার আগে গগনযান মিশনের প্রথম পদক্ষেপ হিসেবে TV-D1 ফ্লাইটের সফল উৎক্ষেপণ করল ইসরো। শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে শনিবার সকাল ১০টা নাগাদ সফল উৎক্ষেপণ হল।
এদিন সকাল ৮টায় TV-D1-এর যাত্রা শুরুর কথা ছিল। পরে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর সেই যাত্রা হবে বলে জানান হয় ইসরোর তরফে। কিন্তু উৎক্ষেপণ প্রক্রিয়া শুরুর মাত্র ৫ সেকেন্ড আগে আচমকাই ইসরোর কাউন্টডাউন ক্লক-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে স্থগিত করে দেওয়া হয় উৎক্ষেপণ। এরপর উৎক্ষেপণের পরবর্তী সময় নির্ধারিত করা হয় সকাল ১০টায়।
গগনযান মিশনের TV-D1 ফ্লাইটে রয়েছে ‘ক্রু মডিউল’ এবং ‘ক্রু এসকেপ মডিউল। পরিকল্পনা অনুযায়ী, সমুদ্রে নেমে পড়ল প্যারাসুট সমেত ক্রু মডিউল। ৩ মহাকাশচারী নিয়ে ক্রু মডিউল যাতে সমুদ্রেও নেমে পড়তে পারে, তারই মহড়া হল।
উল্লেখ্য, ২০২৫ সালে গগনযানের মিশনের লক্ষ্য নিয়েছে ইসরো। তিন নভশ্চরকে নিয়ে মহাকাশের ৪০০ কিলোমিটার কক্ষপথে পাড়ি দেবে গগনযান। মিশন যাতে সফল হয়, তা ঝালিয়ে নিতে একাধিক পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে ইসরো। দ্বিতীয় ধাপে ‘ব্যোমমিত্রা’ বলে একটি রোবটকে মহাকাশে পাঠাবে ইসরো। জানা গিয়েছে, সেই অভিযান সফল হলে মহাকাশে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু হবে।