নিউজ ডেস্ক: ট্রেনিং চলাকালীন ফের বিমান দুর্ঘটনা (Plane Crash) ঘটল মহারাষ্ট্রের পুণেতে (Pune) ।
জানা গেছে রবিবার সকাল বেলায় একটি ট্রেনি এয়ারক্রাফট বারামতির গোজুবাবি গ্রামের একটি খোলা মাঠে ভেঙে
পড়ে। যদিও এই ঘটনায় হতাহতের খবর নেই।
তবে প্রশিক্ষক এবং শিক্ষার্থী পাইলট দুজনেই আঘাতপ্রাপ্ত
হয়েছেন। বিমানটি ভেঙে চুরমার হয়ে গেছে।
জানা গেছে রবিবার সকাল ৮ টা
নাগাদ মহারাষ্ট্রের পুনেতে গোজুবাবি গ্রামের কাছে একটি বেসরকারি প্রশিক্ষণ সংস্থার বিমান দুর্ঘটনাগ্রস্ত
হয়। তবে কি কারনে এই দুর্ঘটনা তা জানা যায় নি। যান্ত্রিক
ত্রুটি নাকি প্রশিক্ষণ চলাকালীন কোন ভুলের কারণে দুর্ঘটনা হয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় পুলিশ জানিয়েছে সকাল
আটটা নাগাদ ওই বিমানটি ভেঙে পড়ে। আরো জানা গেছে যে বিমানটি দুর্ঘটনারগ্রস্ত হয়েছে সেটি রেডবার্ড ফ্লাইট
ট্রেনিং নামে একটি সংস্থার। বেসরকারি বিমান সংস্থার আরেকটি
বিমান চার দিন আগে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। এদিন বিমানটি
দুর্ঘটনাগ্রস্ত হতে পারে তা আগেভাগেই আঁচ করেছিলেন প্রশিক্ষক। বিমান ভেঙে পরার আগে
সিট ইজেক্ট করে তিনি এবং শিক্ষার্থী দুজনেই বিমান থেকে বেরিয়ে যান। পরে প্যারাশুটের
মাধ্যমে তারা মাটিতে অবতরণ করেন। কিন্তু চোখের সামনে ভেঙে পড়ে তাঁদের বিমান। দুজনেই
কান্নায় ভেঙে পড়েন।
এদিন সকাল আটটা নাগাদ ভয়াবহ বিষ্ফোরণের মত শব্দ শুনে আশপাশের গ্রামের লোকেরা ঘটনাস্থলে পৌঁছন। তারা দেখতে পান একটি ছোট বিমান দাউদাউ করে জ্বলছে।
এরপরই তারা পুলিশে খবর দেয়। ডিজিসিএ’র (D.G.C.A.) তরফ থেকে গোটা ঘটনার
তদন্ত শুরু করা হয়েছে।