নিউজ ডেস্ক: মহাষ্টমীতে রবিবার কাশিপুর রাজবাড়ির পুজোয় উপচে পড়া ভিড় । শতবর্ষের বেশী প্রাচীন পঞ্চকোট রাজবাড়ীর পুজো । যখন রাজতন্ত্র ছিল তখন এই পুজোর জৌলুস ছিল । রাজবাড়ীর পুজো শুরুর পর তোপধ্বনী দেওয়া
হতো । তপোধ্বনি শুনে পঞ্চকোট রাজত্বের অন্যান্য পুজোগুলো শুরু হত। তখন হাতি ঘোড়া
সৈন্য সামন্ত ছিল রাজার রাজত্ব ও ছিল রাজার । এখন সেই কাশিপুর রাজবাড়ির রাজবাড়ী
বা পঞ্চকোট প্যালেস আছে বটে কিন্তু সেই রাজতন্ত্র এখন আর নেই । তখনকার মতোই সেই
নিয়ম মেনেই এখনো রাজবাড়ীর পুজো হয়ে আছে। তবে তখনকার রাজবাড়ির দুর্গাপুজোয় যে জৌলুস ছিল এখন সেই জৌলুস নেই।তবে পুরুলিয়ার মানুষের আবেগ আছে আগের মতই।
নেহাতেই ইতিহাসের হাতছানির তাগিদেএবং রাজবাড়ির পুজো দেখার জন্য এই রাজবাড়ীর পূজোয় ভিড় হয় প্রতিবছর।
প্রতিমা শিল্পী উত্তম কর্মকার জানান এখানে প্রতিমা প্রাচীন রীতি মেনেই বানানো হয় । এবংরাজবারির বর্তমান প্রজন্ম পুজো তাঁদের সামর্থ্যমত চালিয়ে
যাচ্ছে।