নিউজ ডেস্ক: বছরের সবচেয়ে বড় উৎসব ‘দুর্গোৎসব’-এ মাতোয়ারা আপামর বাঙালি। আশ্বিন মাসের এই সময়ে খারাপ শক্তির বিনাশ করে বিজয় হয় শুভশক্তির। দেখতে দেখতে কেটে গিয়েছে ৪টি দিন। ২৩ অক্টোবর অর্থাৎ সোমবার মহা নবমী। নবমী তিথিকে দুর্গা পুজোর শেষ দিন হিসেবে ধরা হয়। এরপরের দিন অর্থাৎ দশমীতে স্বপরিবারে কৈলাসের উদ্দেশে রওনা দেন মা উমা। তাই শাস্ত্রীয়মতে বিশেষ গুরুত্ব রয়েছে এই তিথির। আবার এই তিথিতেই দুর্গার আর এক রূপ ‘সিদ্ধিদাত্রীর’ পুজো হয়।
জেনে নিন মহানবমীর নির্ঘণ্ট:-
২২ অক্টোবর রাত ৯টা ২৮মিনিটে লাগবে নবমী তিথি। ২৩ অক্টোবর বিকেল ৩টে ৪মিনিট পর্যন্ত চলবে এই তিথি। তিথির অমৃতযোগ সোমবার সকাল ৭টা থেকে শুরু। অমৃতযোগ শেষ হবে সকাল ১০টা ৫৯মিনিটে।
হিন্দু শাস্ত্রমতে মহা নবমীর এই বিশেষ তিথিতে মা দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তাঁর তিন যোদ্ধা চণ্ড, মুণ্ড এবং রক্তবিজকে বিনাশ করেন। সন্ধিপুজো দিয়ে শুরু হয় এই তিথি। মূলত দেবী চামুণ্ডার পুজো হয় এই সময়ে। নবমীর বিশেষত্ব হল হোম-যজ্ঞ করে পুজো করা। যাতে খারাপ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির সূচনা করা যায়।