নিউজ ডেস্ক: ’২৪-এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ঘোঁট বাঁধছে বিরোধী শিবিরে। আসন বন্টন নিয়ে বাংলা, কেরল এবং পাঞ্জাবের পর সমস্যা দেখা দিয়েছে মধ্য প্রদেশেও। এবার জাতগণনার পক্ষে সওয়াল করে ওবিসি ভোটব্যাংকে ভাগ বসাতে চাইছে কংগ্রেস। আর তাতেই বেজায় চটেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
সূত্রের খবর, প্রথমে সপা-কে ৬টি আসন দিতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু অখিলেশের দাবি ছিল আরও বেশি। শেষ পর্যন্ত অখিলেশের দলকে একটিও আসন দেয়নি কংগ্রেস। উল্টে জাতগণনার দাবি তুলে ভোটমুখী রাজ্যে সপার আসন সংখ্যায় ভাগ বসাতে চাইছে হাত শিবির। ইতিমধ্যে লখনউয়ে ৩১ অক্টোবর ওবিসি সম্মেলনের ডাকও দিয়েছে কংগ্রেস। জানা গিয়েছে, এই সম্মেলনে জাতগণনার সঙ্গে মণ্ডল কমিশনের সুপারিশের সঠিকভাবে কার্যকর হয়েছে কি না, তা নিয়ে আলোচনা হবে।
অন্যদিকে, আসন নিয়ে অখিলেশের দাবি প্রসঙ্গে কংগ্রেস নেতা কমল নাথের ‘অখিলেশ ভখিলেশ’ মন্তব্যে তুঙ্গে দুই শিবিরের দ্বন্ধ। আবার কংগ্রেসের বিরুদ্ধে ১৮টি আসনে প্রার্থী দিয়েছে সমাজবাদী পার্টি। শুধু তাই নয়, সপা-এর জেতা আসনেও প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। সুতরাং সব মিলিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-য় কংগ্রেসের সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ শরিক সপা-এর তিক্ততা ক্রমশ উর্ধ্বমুখী।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি। তবে তার আগেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর যা কি না বিরোধী শিবিরের কাছে লিটমাস টেস্টের মতো। এই পাঁচ রাজ্যের অন্যতম মধ্য প্রদেশ। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, এই রাজ্যে ইন্ডিয়া জোট চাইলেই বিজেপিকে হারাতে পারে। কিন্তু আসন সামঝোতা নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে, তা দেখে এই বিষয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের।