নিউজ ডেস্ক: দুর্গাপুজো মানেই থিমের লড়াই। কলকাতার এপ্রান্ত থেকে সেপ্রান্ত সেজে ওঠে আলোর রোশনাইয়ে। সেই সঙ্গে রয়েছে একে অপরকে টেক্কা দেওয়া থিম। আবার সেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বদলে যায় মা দুর্গার প্রতিমা। কোথাও সাবেকিয়ানা আবার কোথাও ডাকের সাজ। আবার কোথাও থিমের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন নকশায় বিভিন্ন রূপে দেখা মেলে মা দুর্গার।
তবে শুধু শহর কলকাতায় নয় থিমের লড়াইয়ে পিছিয়ে নেই জেলা গুলিও। এবার অপরূপা মা দুর্গার নেপালি মহিলা রূপে পুজো হচ্ছে। চিত্রটি আলিপুরদুয়ারের। কালচিনির ভারতীয় যুব সংঘে এলে দেখা যাবে এই ছবি। দশভূজার পরনে রয়েছে নেপালি মহিলার পোশাক। লক্ষ্মী ও সরস্বতীর পরনেও রয়েছে নেপালি মহিলার পোশাক। সঙ্গে রয়েছে নেপালি মহিলাদের গয়না। কার্তিক,গণেশকে দেখা গিয়েছে নেপালি পুরুষের পোশাকে। মাথায় ধাকা টুপির সঙ্গে রয়েছে খুকরি।
আলিপুরদুয়ারের কালচিনির ভারতীয় যুব সংঘের পুজো এবার চার বছরে পা দিল। নেপালি সংস্কৃতিতে পুজো হচ্ছে। পুজোও করেন নেপালি পুরোহিত। মহাদেবকে স্থাপন করে পুজো হয় এখানে। দেবীকে নিবেদন করা হয় ১০৮ টি শালুক ফুল। কালচিনি গোরে লাইনের নেপালি সংস্কৃতির মানুষদের কাছে এই পুজো আবেগের। নেপালি পুরুষ ও মহিলারা নেপালি সংস্কৃতির পোশাক পরে এই পুজোতে অংশগ্রহণ করেন।