নিউজ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই দাবি করা হয়েছে একটি টেলিগ্রাম চ্যানেলে। ব্রিটেনের এক প্রথম সারির সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে।
‘জেনারেল এসভিআর’ নামক টেলিগ্রাম চ্যানেলের দাবি, রবিবার সন্ধ্যায় নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েন পুতিন। বেডরুম থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না পুতিনের। অগত্যা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন রুশ নিরাপত্তারক্ষীরা। ঘরের মেঝেতে সংজ্ঞাহীন হয়ে রুশ প্রেসিডেন্টকে পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত খবর দেওয়া হয় চিকিৎসকদের।
টেলিগ্রাম চ্যানেলের দাবি, একটি বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে পুতিনের জন্য। যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে রুশ প্রেসিডেন্টের বাড়িতেই। এমনকী তৈরি করা হয়েছে আইসিইউ পরিকাঠামো। আপাতত সেখানেই রাখা হয়েছে পুতিনকে।
প্রসঙ্গত, পুতিনের গতিবিধি গোপনীয়তার চাদরে মোড়া। তাঁর স্বাস্থ্য নিয়েও কোনও খবর প্রকাশ করে না ক্রেমলিন। তাই পুতিন সত্যিই হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন কি না, তা নিশ্চিত নয়। রুশ সরকারের তরফে এ নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে টেলিগ্রাম চ্যানেলের দাবি, পুতিনের ঘনিষ্ঠমহলে তাঁদের লোক আছে। সেখান থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে। চ্যানেলে আরও দাবি, দীর্ঘ দিন ধরেই নাকি অসুস্থ পুতিন।