নিউজ ডেস্ক: খারাপ খবরটা এসেছিল অষ্টমীতেই। আর বিষাদে ভরা নবমীর সকাল গড়াতে না গড়াতেই দর্শনার্থীদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টি। যদিও তাতে পুজো দেখায় ভাঁটা পড়েনি একফোঁটাও। ঘরে বসে না থেকে ছাতা মাথায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন তাঁরা। নবমী নিশিতে ঢল নামে মণ্ডপে মণ্ডপে।
পূর্বাভাস অনুযায়ী নবমীর দুপুর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করে। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হাওড়ার কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যায় একাধিক জায়গায়। মঙ্গলবার অর্থাৎ দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার কয়েকটি জায়গায়।
শুধু দশমী নয়, একাদশীতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। এদিকে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
পুজোর আনন্দ মাটি না হলেও দশমী ও একাদশীতে বৃষ্টি হলে চিন্তার ভাঁজ পড়েছে পুজো উদ্যোক্তাদের কপালে। কারণ তাতে বিসর্জন করতে গিয়ে তারা সমস্যায় পড়তে পারে। তার উপর সামনেই রয়েছে কার্নিভ্যাল। সেই আনন্দও মাটি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে তারা।