নিউজ ডেস্ক: উৎসবের মেজাজে আপামর দেশবাসী। কিন্তু তার মধ্যেই দুশ্চিন্তার খবর দিল দ্য সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ বিভাগ। জানাল, শীতকাল শুরু আগেই দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুদূষণের মাত্রা ৩০৬। সাধারণ মানুষের নিশ্বাস নেওয়ার ক্ষেত্রে যা অত্যন্ত ক্ষতিকর বলে মত এস এএফএআর-এর।
সাধারণত পাঞ্জাব ও হরিয়ানায় খেতের নাড়া জ্বালানোর ধোঁয়া এবং দীপাবলিতে বাজির ব্যবহারের জন্য দিল্লিতে দূষণের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে যায়। আর সেই দূষণ ঠেকাতে একাধিক পদক্ষেপ নেয় সরকার। ইতিমধ্যেই এবারের দীপাবলিতে বাজির ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার। তবে শীতকাল আসার আগেই বায়ুর এই পরিস্থিতি দেখে রীতিমতো চিন্তায় পড়েছেন পরিবেশবীদরা।
এদিকে দূষণ প্রসঙ্গে আশার বাণী কিছু শোনাতে পারেননি দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। উল্টে আগামী দিনে দূষণ যে আরও বাড়বে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। রাই জানিয়েছেন, “দিল্লিতে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এবং হাওয়ার গতি অনেকটাই কমেছে। দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আশপাশের রাজ্যে নাড়া জ্বালানো শুরু হয়ে গেছে। সেখানকার পরিবেশমন্ত্রীদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। ফসলের নাড়া জ্বালানোর বিষয়ে নজরদারি রাখা হবে বলেই তাঁরা জানিয়েছেন।”
প্রসঙ্গত এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী, শূন্য থেকে পঞ্চাশ অবধি বাতাসের মানকে ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পর্যন্ত মাঝারি, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খারাপ, ৩০১ থেকে ৪০০ পর্যন্ত খুব খারাপ, ৪০১ থেকে ৫০০ পর্যন্ত উদ্বেগজনক। আর এই হিসেবের বিচারে লাগামছাড়া পর্যায়ে পৌঁছে গিয়েছে দিল্লির দূষণের মাত্রা। ফলে স্বাভাবিকভাবেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে দিল্লিবাসীর।