নিউজ ডেস্ক: ধীরে ধীরে শীত পড়ছে বাংলায়। দাপট শুরু হচ্ছে উত্তুরে হাওয়ার।
কিছুদিনের মধ্যেই তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে বাংলাদেশের
দিকে ঘুরে গিয়েছে ঘুর্ণিঝড়। ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে।
বুধবার হাওয়া অফিসের তরফে জানানো হয়, গভীর রাতে বাংলাদেশেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হামুন। ঘণ্টায়
৯৫ কিলোমিটার বেগে দক্ষিণ চট্টগ্রামে স্থলভাগে প্রবেশ করেছে এই ঘূর্ণিঝড়। ধীরে
ধীরে তা শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যা থেকে আর বৃষ্টি বা ঝড়ের
সম্ভাবনা নেই রাজ্যে। তবে উত্তর বঙ্গোপসাগর উপকূল আজও উত্তাল থাকবে বলে জানাচ্ছেন
আবহবিদরা। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ইতিমধ্যেই বৃষ্টির জেরে তাপমাত্রা
স্বাভাবিকের নিচে। হাওয়া অফিসের মতে, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি হবে। আগামী দু-তিন দিনে
গোটা রাজ্যজুড়েই দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে কলকাতা-সহ সংলগ্ন
এলাকায় দুপুরের দিকে তাপমাত্রা বাড়লে শীতের অনুভূতি কমবে। বাকি জেলায় সকালে এবং
সন্ধ্যায় শীতের আমেজ থাকবে।