নিউজ ডেস্ক: বছর ঘুরলেই অবসান হবে দীর্ঘ প্রতীক্ষার। উদ্বোধন হবে রামমন্দিরের। অন্যদিকে ২০২৪-এ লোকসভা নির্বাচন। তার আগে বিজয়া দশমীর দিনে রামলীলা অনুষ্ঠানের মঞ্চ থেকেই জানুয়ারিতে রামমন্দির উদ্বোধনের ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আগামী রামনবমী পালিত হবে অযোধ্যার রামললার নতুন মন্দিরে। এ দিনেই সঙ্ঘ প্রধান মোহন ভাগবত আরএসএসের বিজয়া দশমীর অনুষ্ঠানের মঞ্চ থেকে জানান, অযোধ্যায় নতুন রামমন্দিরের দরজা খুলবে ২২ জানুয়ারি। এ দিনই দ্বারকার এক রাবণ-দহন অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী বলেন, “খুব শীঘ্রই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আমরা খুব ভাগ্যবান যে ভগবান রামের জন্মভূমি অযোধ্যায় রামমন্দির তৈরি হচ্ছে। ভগবান রামের আগমন শুধু সময়ের অপেক্ষা। এটা আমাদের ধৈর্যের জয়।” একই সঙ্গে তিনি সকলকে নবরাত্রি ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক।”
রাজনীতিকদের একাংশের মতে, রামমন্দির নির্মাণ ও তার উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশে প্রচারকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির যাতে প্রভাব লোকসভার ভোটে পড়ে। দিল্লির মসনদ রাস্তা রামমন্দির হয়েই সুগম করার পরিকল্পনা রয়েছে বিজেপির।