নিউজ ডেস্ক: দশেরায় রাবণ দহন অনুষ্ঠান মানে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির সূচনা। আর সেই লক্ষ্যে চিন অধিকৃত তিব্বত সীমান্তের তাওয়াংকে অস্ত্রপুজোর জন্য বেছে নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দূরবীনে চোখ রেখে চিনের গতিবিধির উপর নজর রাখাই শুধু নয়, সীমান্তে কর্তবরত সেনা জওয়ানদের মনোবল বাড়াতেও দশেরা উদযাপনের জন্য ভারত-চিন সীমান্তকেই বেছে নিলেন রাজনাথ।
সোমবার সন্ধ্যায় অসমের তেজপুর সেনার ৪ নম্বর কর্পসের সদর দফতরে হাজির হন রাজনাথ। সেখানে জওয়ানদের সঙ্গে নৈশভোজেও অংশ নেন তিনি। তারপর সেখান থেকেই তাওয়াং-এ পৌঁছান রাজনাথ। চিনের চোখ রাঙানিকে মোক্ষম জবাব দেওয়ার জন্য জওয়ানদের উদ্দেশে বার্তা দেন প্রতিরক্ষামন্ত্রী। জানান, অস্ত্রই একমাত্র সম্বল। বিশ্বের অশান্তির আবহে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করার এটাই একমাত্র উপায়।
উল্লেখ্য, চিন বারবার অরুণাচলকে তাদের অংশ বলে দাবি করছে। অরুণাচলের বিভিন্ন অংশে ভারতে অনুপ্রবেশ করে এলাকা দখলের চেষ্টা করে যাচ্ছে লাল ফৌজ। এই আবহে বুম লা সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সফর করে সেনার প্রস্তুতি সরেজমিনে যাচাই করে নেন রাজনাথ। সীমান্তে মোতায়েন যুদ্ধাস্ত্র ও আধুনিক যুদ্ধ পরিকাঠামোর বিষয়ে রাজনাথকে জানান সেনাকর্তারাও।