নিউজ ডেস্ক: বিজয়া দশমীর সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত ৪৫০-এরও বেশি প্রতিমা নিরঞ্জনের কাজ সমাপ্ত হয়েছে কলকাতা সংলগ্ন বাজে কদমতলা গঙ্গার ঘাটে। এখনো পর্যন্ত নির্বিঘ্নে নিয়ম শৃঙ্খলা মেনে এই প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে পুরোদমে। কলকাতা পুরসভার আধিকারিকরা গঙ্গার ঘাট গুলিতে নজর রেখেছেন।
পুরসভার কর্মীরা সহ কলকাতা পুলিশও গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন এর কাজ সুষ্ঠুভাবে চলছে কিনা তা খতিয়ে দেখছে। কলকাতা পৌরসভার মেয়র পরিষদ দেবাশীষ কুমার দশমীর রাতেও বিসর্জনের গতিপ্রকৃতি দেখার জন্য বাজে কদমতলা ঘাটে উপস্থিত ছিলেন।
রাত প্রায় বারোটা পর্যন্ত থাকার পরে পরদিন সকালেই ফের গঙ্গার ঘাটে উপস্থিত হন তিনি। দীর্ঘক্ষণ বাজে কদমতলা ঘাটে নিরঞ্জন প্রক্রিয়ার কাজকর্ম পর্যবেক্ষণ করেন তিনি। প্রয়োজনীয় নির্দেশও দেন পুরসভার আধিকারিক দের। গতকাল থেকে শুরু হওয়া নিরঞ্জন প্রক্রিয়ার কাজের সুষ্ঠু গতি দেখে যথেষ্ট খুশি তিনি।