নিউজ ডেস্ক: দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গের গ্রাম বাংলায় শুরু হল ভান্ডানী পুজো। একদশীর সকাল থেকেই উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত গ্রামগুলোতে শুরু হয়েছে ভান্ডানী দেবীর আরাধনা। আলিপুরদুয়ারের পূর্ব ভোলার ডাবড়ি,বাইরাগুড়ি সহ বেশ কিছু এলাকায় মা দুর্গা পুজিতা হয় মা ভান্ডানী রুপে। মা দুর্গার দশহাত থাকলেও মা ভান্ডানী এখানে চতুর্ভূজা।
ভান্ডানী পুজোকে ঘিরে রাজবংশী সমাজে একটি লোককথা চালু রয়েছে। কথিত আছে যে বিসর্জনের পর বাপের বাড়ি থেকে কৈলাসে যাবার সময় এই জঙ্গল ঘেরা গ্রাম দিয়ে মা যাচ্ছিলেন। সেই সময় এলাকার কৃষকরা মা দুর্গাকে এক রাত তাদের গ্রামে থেকে যেতে বলেন। কারণ সেই সময় গ্রামে প্রচন্ড অভাব অনটন চলছিল। মা দুর্গা তখন ভক্তদের অনুরোধে উত্তরবঙ্গের রাজবংশীদের গ্রামে এক রাত কাটিয়ে একাদশীর দিন গ্রামবাসীদের কাছ থেকে পুজো নিয়ে কৈলাসের পথে রওনা দেন। কথিত আছে এরপর থেকেই নাকি গ্রামের অভার অনটন দূর হয়ে যায়। ধনধান্যে ভরে ওঠে এলাকা। ভর্তি হয় খাদ্য ভান্ডার।
আলিপুরদুয়ার শহর লাগোয়া পূর্ব ভোলার ডাবরি গ্রামে ভান্ডানী পুজো এবার ১২৮ বছরে পড়ল। গ্রামের বি এফ পি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই পুজো হচ্ছে। পুজো উপলক্ষে বসছে মেলা। পুজো কমিটির পক্ষ থেকে বীরেন্দ্র নাথ রায় বলেন,’এই পুজো আমাদের পূর্বপুরুষরা চালু করেন। এই পুজোর সময় গ্রামের সব মেয়েরা ও ছেলেরা যে যেখানেই থাকুক না কেন তাঁরা বাড়িতে ফিরে আসেন।’