নিউজ ডেস্ক: কানাডার নাগরিকদের পুনরায় ভিসা দেওয়া শুরু করছে ভারত। প্রায় একমাস বন্ধ থাকার পর আগামী ২৬ অক্টোবর, বৃহস্পতিবার থেকেই ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত। বুধবার হাই কমিশনের তরফে খবরটি জানানো হয়েছে। তবে সকলকে নয়, নির্দিষ্ট কয়েকটি ক্যাটেগরিতেই ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে হাই কমিশন জানিয়েছে। এদিন কানাডার ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত চারটি ক্ষেত্রে ভিসার অনুমতি দেওয়া হবে। এগুলি হল- এন্ট্রি ভিসা, বিজনেজ ভিসা, মেডিক্যাল ভিসা এবং কনফারেন্স ভিসা।
ভারত-কানাডা কূটনৈতিক সমতা ফেরানোর জন্য রবিবার আহ্বান জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তবে কানাডিয়ান কূটনীতিকরা নয়া দিল্লির বিষয়ে হস্তক্ষেপ করছেন বলে উদ্বেগ প্রকাশও করেন তিনি। এই পরিস্থিতিতে আংশিকভাবে বিশেষ চারটি ক্ষেত্রে কানাডিয়ানদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিল নয়া দিল্লি।
কানাডার মাটিতে সে দেশের খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনার জেরে গত এক মাসের বেশি সময় ধরে উত্তেজনার পারদ চড়েছে দ্বিপাক্ষিক কূটনীতিতে। উত্তেজনার সেই আবহে গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বলবতের সিদ্ধান্ত নিয়েছিল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখা হবে। বুধবারে সেই নিষেধাজ্ঞায় আংশিক ইতি টানল বিদেশ মন্ত্রক। তবে কানাডার ভারতীয় হাই কমিশন এবং কনস্যুলেটে ‘আপৎকালীন পরিস্থিতি’ সংক্রান্ত নির্দেশিকা বহাল থাকবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
টানাপড়েনের এই আবহে গত বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের ‘বার্তা’র জেরে ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার কথা কানাডা। এই কূটনীতিকদের পরিবারের ৪২ জন সদস্যকেও সরিয়ে নেওয়া হয়। কানাডার বিদেশমন্ত্রী জোলি সাংবাদিক বৈঠকে জানান বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা। চণ্ডীগড়, মুম্বই এবং বেঙ্গালুরুতে কানাডার যে কনস্যুলেট রয়েছে, সেগুলির কাজ আপাতত স্থগিত করে দেওয়া কথাও ঘোষণা করেছিলেন। এই পরিস্থিতিতে বুধবার বিদেশ মন্ত্রকের ভিসা চালুর ঘোষণা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।