নিউজ ডেস্ক: পুজো কেটে গিয়েছে। ধীরে ধীরে পারদ নামছে বাংলায়। শীত আর বেশি
দূরে নেই। কিন্তু তার আগেই শীতের কামড় তীব্র হয়ে দেখা দিল হিমাচল প্রদেশে। অক্টোবরের
শেষেই ডিসেম্বরের মত ঠাণ্ডা অনুভূত হচ্ছে সিমলায়।
অক্টোবর শেষ হতে না হতেই কনকনে শীত।
ভোরের দিকে আর সন্ধ্যায় বেশ ঠান্ডা। তবে দিনের বেলার আবহাওয়া এখনও মনোরমই রয়েছে। পাহাড়ের
তুলনায় সমতলে শীত বেশি। বর্তমানে সিমলার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, মান্ডির তাপমাত্রা ৮.৬ ডিগ্রি, ভুন্তার তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস ও সোলানের তাপমাত্রা
৮.৬ ডিগ্রিতে নেমে এসেছে।
হিমাচলের উষ্ণতম শহর উনাতেও এখন
সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশাপাশে থাকেছে। অন্যদিকে কেলংয়ের সর্বনিম্ন
তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে। সেখানে এখন তাপমাত্রা ০.১ ডিগ্রি। কল্পায়
তাপমাত্রা নেমেছে ২.৪ ডিগ্রি, মানালিতে ৫.২
ডিগ্রি,
কুফরিতে ৮.৫ ডিগ্রি, নারকান্দায় ৬.৩ ডিগ্রি ও রেকং পিওতে ৫.৭ ডিগ্রি ও কুকুমসেরিতে ১.৩ ডিগ্রি
কমেছে তাপমাত্রা।
শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। পালামপুরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ কমেছে। এখানকার তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি কম। অন্যান্য শহরের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গিয়েছে।