নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে একের
পর এক ম্যাচে জয়। এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি রোহিত ব্রিগেড। এখনও
পর্যন্ত ৫টি ম্যাচে জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে মেন ইন ব্লু। আর
ভারতের এই শীর্ষস্থানে পৌঁছানোর পিছনে ব্যাটসম্যান রোহিত, কোহলি, রাহুল থেকে শুভমন, শ্রেয়স কে নেই। বড় ভূমিকা রয়েছে অলরাউন্ডার জাদেজা এবং
পাণ্ডেয়ার পাশাপাশি বোলার সিরাজ, বুমরা, স্বামী সহ অনান্যদের।
তবে ভারতীয় শিবিরে খানিকটা
দুশ্চিন্তার খবর হার্দিককে ছাড়াই আপাতভাবে এগোতে হবে ভারতীয় দলকে। বাংলাদেশের
বিরুদ্ধে বল করতে নামার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার। যে
কারণে আগামী দুটি ম্যাচে হার্দিককে ভারতীয় দলে খেলতে দেখা যাবে না বলেই জানা
যাচ্ছে।
আগামী ২৯ অক্টোবর লখনউ-এ ইংল্যান্ডের
বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া এবং এর পরের ম্যাচটি রয়েছে মুম্বইয়ে শ্রীলঙ্কার
বিরুদ্ধে। জানা গিয়েছে এই দুটি ম্যাচে খেলতে নাও দেখা যেতে পারে পাণ্ডেয়াকে। গত ১৯
অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময়, লিটন দাসের মারা বল পা দিয়ে রুখতে গিয়েছিলেন হার্দিক। যার জেরে হাঁটুতে চোট
পেয়েছিলেন তিনি। বিসিসিআই-এর এক আধিকারিকের কথায় হার্দিকের চোট গুরুতর না হলেও
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই হার্দিককে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৫ নভেম্বর কলকাতায় দক্ষিণ
আফ্রিকার বিরুদ্ধে এবং ১২ নভেম্বর বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে
নামবে ভারত। এই ম্যাচগুলিতে ভারতের এই তারকা ব্যাটসম্যান কামব্যাক করেন কিনা এখন
তার অপেক্ষাতেই রয়েছে ক্রিকেট প্রেমীরা।