নিউজ ডেস্ক: ইজরায়েল এবং হামাসের মধ্যে চলা যুদ্ধ ২০ দিনের মাথায় এবিষয়ে কোনও রকম পদক্ষেপ গ্রহণ করতে ফের ব্যর্থ হল ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল বা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি খসড়া প্রস্তাবকে ব্লক করার জন্য রাশিয়া এবং চিন নিজেদের ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। অন্যদিকে মস্কোর নেতৃত্বাধীন অপর একটি প্রস্তাব পর্যাপ্ত সমর্থন পায়নি।
অন্যদিকে নিশ্চিহ্ন হবে হামাস, গাজায় ঢুকে অভিযান চালানোর ঘোষণা করলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত 20 তম দিনে প্রবেশ করায় হামাসের আস্তানায় হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে আইডিএফ। গত কয়েক দিনে হামাস জঙ্গী গোষ্ঠীর মাটির নিচের সুড়ঙ্গ ও লুকোনোর জায়গাগুলিকে লক্ষ্য করে হাজার হাজার বোমা ও মিসাইল ছুঁড়ছে ইজরাইলের সেনাবাহিনী। এই নৃশংস যুদ্ধে এখন অবধি সাত হাজার জনেরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে।
জানা গেছে ইজরায়েলের ১,৪০৫ এবং গাজা থেকে কমপক্ষে ৫,৭৯১ জন নিহত হয়েছেন। সংঘাতের মধ্যেই, ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছেন এবার তার বাহিনী উত্তর গাজা এলাকায় ঢুকে ভয়ংকর অভিযানের প্রস্তুতি নিচ্ছে। হামাসকে নিশ্চিহ্ন করতে একেবারে অলআউট অপারেশনের নামছে আইডিএফ। তবে এবারের অপারেশন সম্পর্কে কোন বিবরণ প্রদান করেনি আইডিএফ।
তবে এই যুদ্ধের জন্য বিপুল খরচ বহন করতে হচ্ছে ইজরায়েলকে। একটি সংবাদ সংস্থা অনুযায়ী ৭ অক্টোবর থেকে প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এই যুদ্ধে ইজরায়েলের প্রতিদিন স্থানীয় মুদ্রায় ১০০ কোটি শেকেল অর্থাৎ ২৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের মতো খরচ হচ্ছে বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও যুদ্ধের তীব্রতায় একটুও খামতি রাখতে নারাজ আজ পৃথিবীর একমাত্র ইহুদি দেশ।