নিউজ ডেস্ক: ইডির হাতে গ্রেফতার হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। টানা প্রায় ২১ ঘন্টা তল্লাশি চলেছে তার বাড়িতে। তবে এই গ্রেফতারির ঘটনায় জ্যোতিপ্রিয় স্পষ্ট জানিয়েছেন, ‘ষড়যন্ত্রের শিকার হলাম।’
বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বিসি ব্লকের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে তাঁর বাড়ি। টানা ২১ ঘণ্টা ধরে চলে জোর তল্লাশি। শেষমেশ গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয়কে। ইডি তল্লাশির মাঝে রাজ্যের মন্ত্রীকে বিজয়ার শুভেচ্ছা জানাতে যান বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তবে মন্ত্রীর দেখা পাননি তিনি।
বৃহস্পতিবার রাত ৩টা নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। সিজিও কমপ্লেক্সের ইডি দফতরেও তাঁকে নিয়ে আসা হয়েছে। তবে এ বিষয়ে ইডির কোনও আধিকারিক কোনও মন্তব্য করেননি।