নিউজ ডেস্ক: এবার কি IPL থেকে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি? কোনটা তাঁর শেষ বছর? সম্প্রতি ভারতীয় সমর্থকদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনার শেষ নেই। প্রতি IPL-এর আগে এই একটাই প্রশ্ন ঘোরাফেরা করে। যেমন ২০২৩ সালের IPL চেন্নাই সুপার কিংস জেতার পর মনে করা হয়েছিল ধোনি এবার ক্রিকেটকে বিদায় জানাবেন। কিন্তু তিনি সেই ইঙ্গিত দিলেও ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করেননি। ২০২৪ সালের IPL-এর নিলামের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর ফের তাঁকে নিয়ে আলোচনা শুরু হল।
২০২৩ সালের IPL ধোনি খেলেছিলেন হাঁটুতে চোট নিয়ে। ম্যাচের পর তাঁকে পায়ে আইসপ্যাক লাগাতে দেখা গিয়েছিল। তিনি নিজেও ম্যাচের মাঝে জানিয়েছিলেন তিনি এক বা দুই রানের দিকে না ছুটে বড় শটের দিকে নজর দিচ্ছেন, যাতে তাঁর হাঁটু বাঁচে। IPL জেতার পরেই তিনি হাঁটুতে অস্ত্রোপচার করেন। মুম্বইতে গিয়ে হাঁটুতে অস্ত্রোপচার করেন তিনি। তারপর থেকেই তাঁর রিহ্যাব চলছে।
২৬ অক্টোবর বেঙ্গালুরুতে একটি ইভেন্টে ধোনি জানালেন তাঁর হাঁটুর ব্যাপারে এবং তাঁর ফেরার ব্যাপারেও মুখ খুললেন তিনি। ইভেন্টে ধোনিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার হাঁটু অস্ত্রোপচারের ধাক্কা সামলে ফেলেছে। এরপর রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছি। চিকিৎসকরা আমাকে বলেছেন যে নভেম্বর মাসের মধ্যে আমি অনেক ভালো অনুভব করব। দৈনন্দিন কাজে কোনও সমস্যা হচ্ছে না।’ IPL শুরু হতে এখনও ৮ মাস মত বাকি। তারআগে ধোনি পর্যাপ্ত সময় পাবেন সুস্থ হওয়ায়।
তবে তিনি যে আরও ক্রিকেট খেলতে চান সেটা ২০২৩ সালের IPL জয়ের পরেই জানিয়েছিলেন। হর্ষ ভোগলে ধোনিকে অবসরের ব্যাপারে জিজ্ঞাসা করলেন ধোনি সেই সময় জানিয়েছিলেন যে, তিনি চাইলে তখনই অবসর নিতে পারতেন, তবে তিনি ভক্তদের জন্য আরও একটা মরশুম খেলতে চান। এখান থেকেই পরিষ্কার তিনি ২০২৪ সালে খেলবেন।