নিউজ ডেস্ক: এবার ডেঙ্গি আক্রান্ত ডাক্তারি
ছাত্রের মৃত্যু ঘিরে তুমুল হইচই। মৃত্য়ু হল এসএসকেএমে অর্থোপেডিকের স্নাতকোত্তরের
পড়ুয়া অনিমেষ মাখির। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অনিমেষ। এসএসকেএমেই
চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। আজ সকাল সাড়ে ৬টা
নাগাদ মৃ্ত্যু হয় তাঁর। শরীরে রক্তক্ষরণ হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে খবর।
সূত্রের খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন
তিনি। গত দু‘দিনে শারীরিক অবস্থার অবনতি হলে
ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয় ওই চিকিৎসককে। হাসপাতাল সূত্রে খবর, অনিমেষের ‘ক্যাপিলারি লিকেজ‘ হচ্ছিল। শরীরের ভিতর অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হতে থাকে।
পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হল না। আজ সকালে তিন বার কার্ডিয়াক
অ্যারেস্ট হয় অনিমেষের। সিপিআর করেও কিছু করা যায়নি বলে খবর।
মাসদেড়েক আগেও দক্ষিণ কলকাতার
বাসিন্দা,
ডেঙ্গি আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যু খবরের শিরোনামে
এসেছিল। সেবার প্রাণ যায় গড়ফার বাসিন্দা, দেবদ্যুতি চট্টোপাধ্য়ায়ের। ইন্সটিটিউট অফ অফথালমোলজির চক্ষু বিশেষজ্ঞ ছিলেন
তিনি। মৃত্যুর আগে, চার দিন ধরে তাঁর
চিকিৎসা চলছিল মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রে জানা
গিয়েছিল,
বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। প্রথমে
বাড়িতেই চিকিৎসা চলছিল। আচমকা প্লেটলেটের পরিমাণ কমে যাওয়ায় মিন্টো পার্কের একটি
বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসা চলার পর মারা যান
দেবদ্যুতি। এবার এসএসকেএমের মেডিক্যালের স্নাতকোত্তর পড়ুয়ার মৃত্যুতে ফের আলোচনায়
ওই ঘটনা।