নিউজ ডেস্ক: অটল বিহারি বাজপেয়ী, নরেন্দ্র মোদি, জয়ললিতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, এযাবৎকাল একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনকাহিনি পর্দায় তুলে ধরেছেন
সিনেনির্মাতারা। ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বদের নিয়েও বায়োপিক হয়েছে। সেই তালিকাতেই
এবার নবতম সংযোজন লালু প্রসাদ যাদব।
ঘনিষ্ঠ সূত্রে খবর, যাদব পরিবারও ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছেন তাঁদের
তরফে। শোনা যাচ্ছে, প্রকাশ ঝায়ের
প্রযোজনা সংস্থাই নাকি লালু প্রসাদের বায়োপিকের কাজ এগিয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, আরজেডি দলনেতার ছেলে তেজস্বী প্রকাশ নাকি অর্থ বিনিয়োগও
করছেন এই প্রজেক্টে। যদিও সেই বিষয়ে কোনও সিলমোহর দেয়নি দলের কেউ। তবে এই বায়োপিকে
লালুর জীবনের বহু অজানা তথ্য দেখানো হবে বলে খবর।
বলিউডের কোনও অভিনেতাকেই বেছে নেওয়া
হবে লালু প্রসাদ যাদবের চরিত্রে অভিনয়ের জন্য। জোর গুঞ্জন, বিহারের ভূমিপুত্র তথা স্বনামধন্য অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে
দেখা যেতে পারে এই চরিত্রে। সেক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বের চলন-বলন কিংবা লালুর
আদবকায়দা রপ্ত করতে যে অভিনেতার কোনও অসুবিধে হবে না, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, পঙ্কজ ত্রিপাঠী অটল বিহারি বাজপেয়ীর বায়োপিকেও অভিনয় করেছেন।