নিউজ ডেস্ক: পোকাধরা নিম্নমানের চাল রেশনে দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে।ঘটনায় রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ রেশন গ্রাহকদের।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় মালদার মানিকচক ব্লকের মধুপুর এলাকায়।
জানা গেছে,শুক্রবার সকাল নাগাদ মধুপুর এলাকায় দুয়ারের সরকার প্রকল্পের রেশন সামগ্রী দিতে শুরু করেন রেশন ডিলার। অভিযোগ, রেশনের চাল অত্যন্ত নিম্নমানের এবং চালের মধ্যে ছিল পোকা। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন রেশন গ্রাহকেরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। কম পরিমাণে রেশন সামগ্রী এবং সময় মত রেশন পান না গ্রাহকরা এমনটাই তারা অভিযোগ করেন রেশন গ্রাহকেরা। বিক্ষোভকারীদের দাবি সঠিক পরিমাণে সঠিক সময়ে রেশন দিক রেশন ডিলার।
যদিও এই বিষয়ে রেশন ডিলার চিন্ময় আচার্য্য নিম্নমানের রেশন চাল পরিবর্তন করে ভালো চাল দেওয়ার আশ্বাস দেন।ফলে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। প্রসঙ্গত ২৭ অক্টোবর গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি গ্রেফতার হন রেশন দুর্নীতি মামলায়। সেদিনই এই বিক্ষোভ ফের এই ধারণা মজবুত করল যে রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ অমুলক নয়।