নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের বাগঘরা ,বামুনিয়াশোল এলাকায় দাপিয়ে বেড়ায় ২৫ টি হাতির পাল। পেকে আসা ধান খেয়ে , পায়ে মাড়িয়ে নষ্ট করে দেয় প্রায় ২০ বিঘা জমির ধান। শুক্রবার সকালে গ্রাম বাসীরা দেখেন ধানের জমির দফারফা করে গেছে হাতির পাল।বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তবে যেভাবে ওই হাতির দলটি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে আরো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন ।যে কোনো সময় খাবারের সন্ধানে হাতির দলটি লোকালয়ে ঢুকে পড়তে পারে। তাই বিষয়টি গ্রামবাসীরা বন দফতর কে জানিয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জঙ্গলে পাতা তুলতে যেতেও গ্রামবাসীদের নিষেধ করা হয়েছে। এছাড়াও এলাকায় হাতি ঢুকলে বন দফতর কে বিষয়টি জানানোর জন্য গ্রামবাসীদের জানানো হয়েছে। রাতে জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতেও নিষেধ করা হয়েছে। তা সত্ত্বেও যেভাবে হাতির দলটি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের আশঙ্কা ওই হাতির দলটি চাষের জমিতে গিয়ে আরো ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে। সেই জন্য গ্রামবাসীদের পক্ষ থেকে হাতির দলটিকে ওই এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দফতর কে জানানো হয়েছে