নিউজ ডেস্ক: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি।
পুজো কার্নিভ্যালের দিনই শিয়ালদহ দক্ষিণ শাখায় ঘণ্টার পর ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল।
ভোগান্তির শিকার যাত্রীরা।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ
গড়িয়ায় ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে যায়। তার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন
লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবারে
দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। তার ফলে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। অফিস
থেকে বাড়ি ফেরার সময় সমস্যায় পড়েন অনেকেই।
কলকাতার রেড রোডে এদিন পুজো
কার্নিভ্যালের আয়োজন করা হয়। সেখানে শহরের বহু পুজো অংশ নেয়। বিজয়ার পরেও প্রতিমা
দর্শনে রেড রোডমুখী হন অনেকেই। তারই মাঝে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন বিভ্রাটে
সমস্যা যে আরও গুরুতর আকার ধারণ করে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ডাউন শাখায় আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আপ
শাখায় প্রায় ঘণ্টাদুয়েক ধরে বন্ধ ট্রেন চলাচল। তার ফলে ভোগান্তির শিকার
পথচলতিরা।