নিউজ ডেস্ক: শুক্রবার ছিল শুক্লা চতুর্দশী। আর এই বিশেষ তিথিতেই নাকি আবির্ভূত হয়েছিলেন তারা মা। তাই এই আবির্ভাব দিবসে তারা মায়ের পুজো দেওয়ার জন্য বিশাল ভিড় দেখা যায় তারাপীঠ মন্দিরে। উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা মায়ের ভক্তরা। মায়ের মন্দিরে এই দিন পুজো দিলে নাকি ভক্তদের সব মনের ইচ্ছা পূরণ হয়। যদিও এই দিনকে ঘিরে অনেক কাহিনি প্রচলিত আছে।
শুক্লা চতুর্দশীর এই দিনটিকে প্রাচীনকাল থেকেই মা তারার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বছরের এই একটি দিনে মা তারাকে গর্ভগৃহ থেকে বের করে নিয়ে এসে, মন্দিরের সামনে থাকা বিরাম মঞ্চে অধিষ্ঠিত করা হয়। ফলে দিনভর সেখানেই মা তারাকে পুজো দিতে পারেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় আরতির পর, ফের মা তারাকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এই বিশেষ দিনের মাহাত্ম্য নিয়ে কথা বললেন মন্দিরের জনৈক সেবাইত।
তবে এইদিনে মা তারাকে দুপুরে কোনও ভোগ নিবেদন করা হয় না। তাই এই দিনটিতে মা তারার সেবাইতরাও উপবাস পালন করে থাকেন। সন্ধ্যায় ভোগ নিবেদনের পর উপবাস ভঙ্গ করেন মা তারা এবং ভক্তরাও তারপরে প্রসাদ গ্রহণ করেন।