নিউজ ডেস্ক: রবিবার হাড্ডাহাড্ডি লড়াই লখনউয়ের মাঠে। ভারত বনাম ইংল্যান্ড। ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপের অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে এটি। তবে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার সুযোগ সবথেকে বেশি ভারতের। এখনও অবধি কোনও ম্যাচেই হারেনি তারা। তবে কি এবার উলটে ভারতকেই ‘লগান’ দেবে ব্রিটিশ শিবির?
ইতিমধ্যে বিসিসিআই একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেই ভিডিয়োয় বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে বাস থেকে নামতে দেখা গিয়েছে। আপাতত বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ভারতীয় ক্রিকেট দল শীর্ষস্থানে রয়েছে। রবিবারের এই ম্যাচ জিততে পারলেই টিম ইন্ডিয়ার সেমিফাইনাল টিকিট এবারের মত কনফার্ম।
১৯৭৫ থেকে ২০১৯ বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে ভারত ইংল্যান্ড। পরিসংখ্যান কিন্তু কথা বলছে ব্রিটিশদের পক্ষেই। আটবারের সাক্ষাতে ইংল্যান্ড জয় পেয়েছে চার বার, ভারত জিতেছে তিন বার। একটি ম্যাচ টাই হয়েছে। অর্থাৎ পরিসংখ্যানে ইংল্যান্ড এগিয়ে থাকলেও চলতি বিশ্বকাপে পারফরম্যান্সের নিরিখে এগিয়ে ভারত।