নিউজ ডেস্ক: হামাসের এরিয়াল ইউনিটের প্রধান আসেম আবু রাকাবা (Asem Abu Rakaba) নিহত। শুক্রবার ইজরায়েল বাহিনীর বিমান হামলায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গাজা ভূখণ্ডে ঢুকে লড়াই চালাচ্ছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF)। হামাসের ভূগর্ভ পথে হামলা চালিয়ে জঙ্গিদের নিকেশ করছে।
শুক্রবার রাতভর অপারেশন চলে। জানা গিয়েছে আবু রাকাবা ড্রোন, প্যারাগ্লাইডার, এয়ার ডিফেন্সের দায়িত্বে ছিলেন। ৭ অক্টোবর ইজরায়েলে হামলাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হামলার পরিকল্পনার সঙ্গেও যুক্ত থাকার দাবি করেছে আইডিএফ।ওইদিন প্যারাগ্লাইডিং করে ইজরায়েলে অনুপ্রবেশ করে হামাসের জঙ্গিরা। তাদের পরিচালনা করেছিলেন এই আবু রাকাবা। এমনকী ইজরায়েল সেনার পর্যবেক্ষণ কেন্দ্রগুলিতে ড্রোন হামলার জন্য তাঁকে দায়ী করেছে আইডিএফ।
ইজরায়েল সেনার দাবি, বিমান হামলাতেই হামাসের এরিয়াল ইউনিটের প্রধানের মৃত্যু হয়েছে। আসেম আবু রাকাবার আগে হামাসের বায়ুসেনা প্রধান ছিলেন মুরাদ আবু মুরাদ। ১৪ অক্টোবর মুরাদ নিহত হওয়ার পর রাকাবা দায়িত্ব নেয়। ইজরায়েল সেনার দাবি, মুরাদ আবু মুরাদ ইজরায়েলে আকাশ পথে হামলার মূল চক্রান্তকারী ছিল।
ইজরায়েলি সেনা জানিয়েছিল, তাদের আক্রমণে হামাসের তিন কমান্ডার নিহত হয়েছে। হামাসের দারাজ তুফা ব্যাটেলিয়নের তিন কমান্ডার ইব্রাহিম জাদবা, রিফাত আব্বাস ও তারেক মারুফ খতম হয়েছে। হামাসের এই তিন শীর্ষ কমান্ডার অতর্কিতে হামলা চালনার ছক কষেছিল। বিমান হানার পাশাপাশি গত দু’দিন ধরে গাজা ভূখণ্ডে ইজরায়েল স্থলপথেও অভিযান চালাচ্ছে।