নিউজ ডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের জামিন হল না। আপাতত জেল হেফাজতে থাকতে হবে। ইডি জেলে গিয়ে বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করতে চায়।
শনিবার বাকিবুর রহমানকে আদালতে পেশ করা হয়েছিল। ইডি আদালতে জানায়, বাকিবুরের মাথায় প্রভাবশালীর হাত রয়েছে। ইডির দাবি, আগে এফআইআর হলেও বাকিবুরের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করেনি।বাকিবুর জামিন পেলে তদন্তে প্রভাব খাটাতে পারে। এরপর বাকিবুরকে ফের ১১ নভেম্বর আদালতে হাজিরার নির্দেশ দেয় আদালত।
অন্যদিকে, এই মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বেশকিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সেসব দেখে চিকিৎসা করছেন। তবে কেন আদালতে জ্ঞান হারালেন তা এখনও স্পষ্ট নয়। বাকিবুরের বয়ানের ভিত্তিতেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি।
শনিবার সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দে-কে তলব করা হয়। তাঁকে বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলছে। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসকেও এদিন ডেকে পাঠায় ইডি।