নিউজ ডেস্ক: ‘ক্যাশ ফর কোয়েরি’ বিতর্কে মহুয়া মৈত্রকে ফের তলব করল সংসদের এথিক্স কমিটি। আগেই তৃণমূল সাংসদকে তলব করা হয়েছিল। কিন্তু ওইদিন উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন মহুয়া। নির্দিষ্ট সময়ের পর তিনি উপস্থিত হতে পারবেন বলে জানিয়েছিলন। কিন্তু তার আগেই ২ নভেম্বর মহুয়াকে ফের তলব করল কমিটি।
টাকা নিয়ে প্রশ্নের অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে। লোকসভার স্পিকারের কাছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই অভিযোগ করেন। ওই অভিযোগ করেছেন আইনজীবী জয় অনন্ত দেহরাইও। লোকসভার এথিক্স কমিটি এ নিয়ে নিশিকান্ত দুবের অভিযোগ শুনেছে। এরপরই মহুয়া মৈত্রকে তলব করা হয়েছিল।
৩১ অক্টোবর মহুয়া মৈত্রকে হাজির হতে বলা হয়। কিন্তু তাঁর কর্মসূচি থাকায় ওইদিন থাকতে পারবেন না বলে জানান তৃণমূল সাংসদ। মহুয়া চিঠি দিয়ে জানিয়ে দেন, ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজয়া সম্মেলন রয়েছে। ফলে ৫ নভেম্বরের পর তিনি দিল্লিতে থাকতে পারবেন। যে কোনও সময় ডাকলেই তিনি এথিক্স কমিটির সামনে গিয়ে নিজের বক্তব্য জানাবেন।
কিন্তু এথিক্স কমিটি তাঁর চাওয়া সময়ের তিন দিন আগেই আবার তলব করল। ২ নভেম্বর বেলা ১১টায় সংসদের এথিক্স কমিটির সামনে মহুয়া মৈত্রকে হাজিরা দিতে হবে।