নিউজ ডেস্ক: রেশন দুর্নীতিতে অভিযুক্ত
জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর। তিনি নিজেকে এতদিন ব্যবসায়ী পরিচয় দিয়ে এসেছিলেন।
সেই বাকিবুর রহমান একটি সিনেমার প্রয়োজনাও করেছেন। বাকিবুরের প্রযোজনায় নির্মিত হয়েছিল ম্যানগ্রোভ নামে
একটি সিনেমা। সেখানে অভিনয় করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও।
শুধু তাই নয়, এর পাশাপাশি সিনেমার একটি আইটেম ডান্সে দেখা
গিয়েছিল বলিউডের জনপ্রিয় নাম রাখি সাওয়ন্তকে।
ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি টলিউড, বলিউড পর্যন্ত ছড়িয়েছে রেশন দুর্নীতির
টাকা! রেশন দুর্নীতির সঙ্গে কি কোনও যোগসূত্র রয়েছে নিয়োগ দুর্নীতির?
দুর্নীতির পরিভাষা
নতুন করে লেখা হচ্ছে পশ্চিমবঙ্গে অভিযোগ বিরোধীদের। বোফর্স, শেয়ার মার্কেট, ব্যাপম,
২ জি স্পেক্ট্রাম, কমনওয়েলথ কত দুর্নীতির নাম না শুনেছে দেশবাসী। কিন্তু বঙ্গে যেন
কেঁচো খূড়তে গিয়ে বিশধর সাপ বের হচ্ছে। শুরুটা হয়েছিল নিয়োগ দুর্নীতি অভিযোগ থেকে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারীর পর মধ্য শিক্ষা, উচ্চ শিক্ষা ক্ষেত্রে নিয়োগের
পর পুরসভা সব শেষে রেশন বন্টন দুর্ণীতি। এত দিন দেশে একটি দুর্নীতিতে তোলপাড় হত রাজনীতি।
রেশন দুর্নীতির সঙ্গে এবার নিয়োগ দুর্নীতির যোগসূত্র সামনে এল।
শুধু চালকল, আটাকলের
মালিক কিংবা হোটেল ব্যবসায়ী হিসেবেই নন সিনেমাতেও টাকা ঢেলেছিলেন বাকিবুর। ২০১৪
সালের জুন মাসে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় অনেক আগেই
গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ইডির তল্লাশি
অভিযানে অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নোটের পাহাড় উদ্ধার হয়েছিল। দুই ফ্ল্যাট
মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি নগদ উদ্ধার করেছিলেন তদন্তকারী অফিসাররা।
বাজেয়াপ্ত হয়েছিল প্রচুর সোনার গয়নাও। সেই সময়েই অর্পিতার সিনেমা-যোগের কথা
প্রকাশ্যে এসেছিল। এককালে ওড়িয়া সিনেমায় কাজ করেছেন পার্থর বান্ধবী অর্পিতা। আর
এবার রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গেও কানেকশন
খুঁজে পাওয়া গেল অর্পিতার। এক্ষেত্রেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি রেশন
দুর্নীতির সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগসূত্র রয়েছে?