নিউজ ডেস্ক: শাশুড়ির অত্যাচারে আত্মহত্যা করলেন গৃহবধূ। মৃতের নাম সাথী দাস। তার বয়স ৪৫ বছর বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে ২০০২সালের ৮ই ডিসেম্বর ভদ্রেশ্বরের সাথী দাসের বিয়ে হয় উত্তরপাড়া মাখলা ১নং কলোনীএর সুদীপ দাসের সঙ্গে। বিয়ের পর থেকেই মানসিক অত্যাচার করতেন শাশুড়ি আলো দাস এমনি অভিযোগ সাথীর পরিবারের। তাদের অভিযোগ শাশুড়ি সাথীকে মারধর করতেন । গত ২৬ তারিখ শাশুড়ির সাথে অশান্তি হয়। সাথীর ছেলে সেই সময় বাড়িতেই ছিল।পরের দিন ২৭ তারিখ সকালেও আবার অশান্তি হয় তাঁদের মধ্যে। এরপরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সাথী। সাথীর ১৯বছরের ছেলে মামাদের ফোন করে জানায় তার মা গলায় দাড়ি দিয়ে মারা গিয়েছে ।আর বাড়িতে পুলিশ এসেছে। এরপর ফোন কেটে যায় । সাথীর পরিবার উত্তরপাড়া থানায় অভিযোগ করলে সাথির স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। শাশুড়ি আলো দাস পলাতক। সাথীর ১৯বছরের ছেলে সৌম্যদীপ তার মামা কে জানায় তার বাবা নির্দোষ।
যদিও সৌম্যদীপের মামা অভিজিৎ রায় বলেন অভিযুক্ত শাশুড়ি আলো দাসের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। যাতে কোন মেয়ে শাশুড়ির অত্যাচারে মারা না যায়।