নিউজ ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল তার
নাম। এবার গ্রেফতারের আশংকা প্রকাশ করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তার অভিযোগ
আপ্তসহায়ক এবং দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর নিতাই দত্তকে ডেকে তার নাম নেওয়ার
জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১০০ দিনের কাজের মজুরি, আবাস যোজনা ঘরের পাওনা টাকা না দেওয়ার প্রতিবাদের এক পথ সভায় ইডির
প্রতি ক্ষোভ উগড়ে দিলেন দমকল মন্ত্রী সুজিত বোস।
শনিবার লেকটাউনে আয়োজিত সেই পথ
সভায় সুজিত বোস বলেন, “যখন আমরা লড়াই
সংগ্রাম করছি তখন আমাদের নেতৃত্বদের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। কাউকে জেলে ধরে নিয়ে যাচ্ছে। কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছয় মাস বাদে যখন দেশে সাধারণ নির্বাচন
তার আগে সমস্ত বিরোধী নেতাদের জেলবন্দি রাখবার জন্য চেষ্টা করছে। আজ ওরা আমাদের নেতাদের গ্রেফতার করছে। অনেকে দোষী না থাকা
সত্ত্বেও তাদের গ্রেফতার শুধু করছে না তাদেরকে অসুস্থ করে
দিচ্ছে এমন ভাবে তারা জেরা করছে।
তিনি আরও বলেন, “আমার আপ্ত সহায়ক
নিতাই দত্ত।তাঁকে ১২ ঘন্টা জেরা করা
হল। তার বাড়ি থেকে কিছু পেল না। কিন্তু তাঁকে বলা হল সুজিত বোসের নামটা তোমরা বলে দাও। তোমাকে ছেড়ে দেব।
এটা কোন ধরনের অত্যাচার”। আত্মপক্ষ সমর্থন করে সুজিত
বলেন, “আমার এত খারাপ অবস্থা হয়নি যে টাকার বিনিময়ের লোককে চাকরি দেব। জীবনে এই কাজ আমি কোনদিন করিনি। যতই ওকে মেরে ফেলুন কেটে ফেলুন যতই ওকে
জেলে আটকান কোনদিনও ও বলবেনা সুজিত বোস এই কাজ ওকে করতে বলেছে”।
নিশ্চয়ই
যদি কেউ ভুল করে নিশ্চয়ই সেটা দেখার দায়িত্ব ইডির আছে। কিন্তু অন্যায় ভাবে যদি কিছু করে তাহলে
কিন্তু তার ওই একটা নিউটউনের থার্ড ‘ল’
আছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত
প্রতিক্রিয়া আছে। যেমন করবেন তার প্রতিক্রিয়া তেমন হবে ইডিকে হুশিয়ারির
সুরে বলেন দমকলমন্ত্রী সুজিত বসু ।