নিউজ ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কেরলের এর্নাকুলাম এলাকা। পরপর তিনটি বিস্ফোরণ হয় বলে অভিযোগ।টিফিন বাক্সের মধ্যে বোমা রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর। বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ জখম হয়েছেন।
রবিবার সকালে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের প্রার্থনা সভা চলাকালীন বিস্ফোরণ হয়। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কয়েক জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। কনভেনশন সেন্টারে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময়ই বিস্ফোরণ হয়। কী কারণে বিস্ফোরণ এখনও জানা যায়নি। কোন জঙ্গি সংগঠন এখনো অব্দি এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং বম্ব স্কোয়াড। বিস্ফোরণে জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র চার সদস্যের একটি দল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনটি বিস্ফোরণ ঘটেছে। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়দের দাবি, তিন দিন ধরে কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল। রবিবারই ছিল অনুষ্ঠানের শেষ দিন। রবিবার সেখানে প্রায় ২ হাজার জন ছিলেন বলে দাবি। সকাল ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণ ঘটে। তার পর আরও দু’টি বিস্ফোরণ ঘটে বলে দাবি। কনভেনশন সেন্টারটি ঘিরে রেখেছে পুলিশ। চলছে উদ্ধারকাজ। প্রসঙ্গত মাস কয়েক আগেই কেরোলে ধর্মীয় উন্মাদনা ছাড়াবার অভিযোগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র সরকার। এই সংগঠনের কর্মীরা এই বিস্ফোরণের যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্য কোন সংগঠন এই এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই বিস্ফোরণ ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।