নিউজ ডেস্ক: ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। এরইমধ্যে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রবিবার রাতে বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ বিশাখাপত্তনম-পালাসা এক্সপ্রেস ট্রেনের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনেরও বেশি মানুষের। আহত বহু। রেল সূত্রে খবর, সিগন্যালিংয়ের ভুলে একই লাইনে চলে আসে দুটি ট্রেন।
ভয়াবহ এই দুর্ঘটনার কারণে আপাতত রেল চলাচল বন্ধ ওই লাইনে। ব্যাপক সমস্যা দেখা দিয়েছে হাওড়া-চেন্নাইগামী রুটেও। দক্ষিণ পশ্চিম রেলওয়ের তরফে জানানো হয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের সময়।
যে ট্রেনগুলির সময়সীমা পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল-
• ১২৮৬৩ হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেস
• ১২৮৬৭ হাওড়া পুদুচেরি এক্সপ্রেস
• ১২৮৩৯ হাওড়া -মাদ্রাজ এক্সপ্রেস
• ২২৬৪২ শালিমার -তিবান্দ্রম এক্সপ্রেস
যে ট্রেনগুলির রুট পরিবর্তন হয়েছে, সেগুলি হল-
• চেন্নাই সেন্ট্রাল থেকে সাতরাগাছিগামী ট্রেন
• হায়দরাবাদ থেকে শালিমারগামী ট্রেন
• তিবান্দ্রম থেকে শালিমারগামী ট্রেন
• আগরতলা থেকে তিরুপতিগামী ট্রেন
• শালিমার থেকে চেন্নাই সেন্ট্রালগামী ট্রেন
• হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ট্রেন
প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের দু’লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
Tags: NULL