নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে পয়েন্ট তালিকায় একেবারে শেষে রয়েছে ইংল্যান্ড। ছ’টি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছেন বাটলাররা। পাঁচ ম্যাচ হেরে ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে। এবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে যোগ্যতা অর্জন।
আইসিসি-র নিয়মের গেরোয় আটকে যেতে পারে ইংল্যান্ড। ২০২৫ সালে আটটি দলকে নিয়ে হবে চ্যাম্পিয়নস ট্রফি। কোন কোন দল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে তা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি জানিয়ে দিয়েছে। ২০২১ সালের বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়, যা এখনও বহাল রয়েছে।
কারা সুযোগ পাবে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার?
এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে থেকেই সাতটি দলকে বেছে নেওয়া হবে। আর ২০২৫ সালে ওই প্রতিযোগিতা পাকিস্তানে হবে। তাই আয়োজক দেশ হিসেবে পাকিস্তান সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে। এবারের বিশ্বকাপের প্রথম চার দল অর্থাৎ যারা সেমি ফাইনালে উঠছে তারা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে। এরপর পয়েন্ট তালিকায় থাকা পঞ্চম থেকে সপ্তম দলও সুযোগ পাবে। যদি পয়েন্ট তালিকায় প্রথম সাতটি দলের মধ্যে পাকিস্তান থাকে তাহলে অষ্টম দল সেই সুযোগ পাবে। ২০৩১ সাল পর্যন্ত এরকমই নিয়ম লাগু থাকবে।
ইংল্যান্ডের বিপদ কেন?
এখনও পর্যন্ত পয়েন্ট তালিকা অনুযায়ী ইংল্যান্ড ও বাংলাদেশ একটি করে ম্যাচ জিতেছে। দুই দলের পয়েন্ট ২। তবে রান রেটে ইংল্যান্ডের থেকে এগিয়ে বাংলাদেশ। তাই বাংলাদেশ নবম ও ইংল্যান্ড একদম শেষে দশম স্থানে রয়েছে। ফলে বাকী ম্যাচগুলো জিততে না পারলে গতবারের একদিনের আন্তর্জাতিকের বিশ্বচ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নস ট্রফি থেকে দূরেই থাকতে হবে।