নিউজ ডেস্ক: উপত্যকায় জঙ্গি দমনে ফের সাফল্য পেল ভারতীয় সেনা। উত্তর কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশ রুখল নিরাপত্তা বাহিনী। খতম হয়েছে এক জঙ্গিও। সোমবার সেই খবর প্রকাশ্যে আনা হয়েছে সেনার তরফে।
উত্তর কাশ্মীর পুলিশের তরফে ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কুপওয়ারার কেরন সেক্টর এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল ওই জঙ্গি। বিষয়টি নজরে আসতেই তাকে আটকানোর চেষ্টা করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেই সময় গুলির লড়াই শুরু হয়। সোমবার ভোরে এলাকায় তল্লাশি চালানোর সময় এক জঙ্গির দেহ উদ্ধার করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
প্রসঙ্গত, সম্প্রতি কুপওয়ারা জেলার মাছিলে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় অনুপ্রবেশের চেষ্টা রুখেছিল সেনা। গুলির লড়াইয়ে সে বার পাঁচ লস্কর জঙ্গির মৃত্যু হয়। সেনা সূত্রে খবর, শীতকালে বরফঢাকা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ একপ্রকার অসম্ভব। সে কারণে প্রতি বছর শীতের শুরুতে কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা।
অন্যদিকে, রবিবার বিকেলে শ্রীনগরের ইদগাহ এলাকায় এক পুলিশ আধিকারিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। কাজের অবসরে স্থানীয় কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর পদাধিকারী মাসরুর আহমেদ। গুলিবিদ্ধ অবস্থায় খেলার মাঠেই লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়। জঙ্গির খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে খবর।